দিনাজপুরে প্রাইভেটকারে পাচারের সময় তিন বস্তা ফেনসিডিলসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার দিবাগত রাত সোয়া ৮টার দিকে শহরের লিলির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জেলার চিরিরবন্দর উপজেলার নান্দেরাই এলাকার আবু নূরের ছেলে প্রাইভেটকার চালক আরিফুল ইসলাম (২৬) ও পাবর্তীপুর উপজেলার উত্তর সালন্দার মন্ডলপাড়া এলাকার কামির উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০)। ওই ২ জনকে আটকের সময় রফিকুল ইসলাম (৪৫) নামে আরও একজন পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, রাতে শহরের লিলির মোড় এলাকায় যানজটের মধ্যে একটি প্রাইভেটকার আটক করে সাধারণ জনতা। এসময় প্রাইভেটকারে থাকা ৩ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ২ জনকে আটক করা হয়। ওই প্রাইভেটকারের ভেতরে ৩ বস্তা ফেনসিডিল পাওয়া যায়। পরে প্রাইভেটকারসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। ৩টি বস্তায় মোট ৩০১ বোতল ফেনসিডিল ছিল।