নাইজেরিয়ায় ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৮ জন। সেইসাথে আহত হয়েছে আরও ২১ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার দেশটির উত্তর-পূর্বে বর্নো প্রদেশের একটি বাসে বিস্ফোরণের দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরেই এলাকাটির নিরাপত্তা জোরদারের জন্য কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছেন শহরটির গভর্নর।
অঞ্চলটিতে প্রায়ই নিরাপত্তা স্থাপনা ও বেসামরিক জনগণের ওপর হামলা চালায় ইসলামপন্থি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। ল্যান্ডমাইন বিস্ফোরণ সেখানে প্রায় নিয়মিত ঘটনা।