মৌলভীবাজার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিয়ানীবাজারে ৫২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে তার পরিবারকে উপহার দেয়া হয় একটি উন্নত জাতের ফিজিয়ান গাভী।
জানা যায়, বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের মৃত্যুর পর এটি ছিল তার পরিবারের প্রথম পহেলা বৈশাখ। পরিবারটির পাশে দাড়াঁতে বিজিবির নিজস্ব খামারে পালিত গাভী উপহার দেয়া হয়। উপহারের পাশাপাশি নববর্ষের উৎসবে স্বর্ণার পরিবারকে সঙ্গ দেয় বিজিবির সদস্যরা। এসময় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা নগদ অর্থ সহায়তা তুলে দেন।
স্বর্ণার বাবা পরেন্দ্র দাস বলেন, আমরা আমাদের মেয়েকে হারিয়ে ভীষণ শোকাহত। বিজিবি শুরু থেকেই আমাদের পাশে ছিল। আজ উন্নত জাতের গাভী উপহার দেয়ায় বিজিবির মহাপরিচালক ও পুরো ব্যাটালিয়নের প্রতি কৃতজ্ঞতা জানাই।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা শুরু থেকেই পরিবারের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। শোকের এই দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।