ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশকে কেন্দ্র করে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহার নামীয় ২২ জনসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার রাতে নিহত গফুরের স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে মৃত সাবান আলীর ছেলে মোতালেবসহ এজাহার নামীয় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ২ জন ইউপি সদস্য রয়েছেন।
স্ত্রী শিল্পী আক্তার বলেন, স্থানীয় হাবিবুর রহমানসহ শত শত মানুষ সালিশের নামে আমার স্বামী ও ছেলেকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেন। যত অপরাধই করে থাকুন দেশে আইন আছে, আইনের মাধ্যমে বিচার হতো। বাবা ছেলেকে কেন নির্মমভাবে হত্যা করল।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, শতাধিক মানুষের উপস্থিতিতে বাবা ছেলের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসেছিল, তারা সালিশে উপস্থিত না হওয়ায় সালিশ থেকে গিয়ে হত্যাকাণ্ড ঘটায়। নিহত গফুরের বিরুদ্ধে মারামারির ঘটনায় ৩২৬ ধারায় ২টি মামলাসহ ৩টি মামলা রয়েছে।