শিরোনাম:
বগুড়া সরকারি পলিটেকনিকের মূল গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের দাবিতে কুয়েটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন গাইবান্ধায় টিসিবির পণ্য এক ব্যবসায়ীর গোডাউন থেকে জব্দ করা হয়েছে গাজায় ইসরাইলি হামলা বন্ধের উপায় জানালেন মার্কিন ধুত হামাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুতিন যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে তেহরান সফরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে আদেশ দিয়েছেন ইজরাইলের বিরোধীদলীয় নেতা ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশে
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:০২ অপরাহ্ন

ময়মনসিংহে বাবা ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশকে কেন্দ্র করে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহার নামীয় ২২ জনসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ। সোমবার গ্রেপ্তা‌রকৃতদের ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার রাতে নিহত গফুরের স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে মৃত সাবান আলীর ছেলে মোতালেবসহ এজাহার নামীয় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ২ জন ইউপি সদস্য রয়েছেন।

স্ত্রী শিল্পী আক্তার বলেন, স্থানীয় হাবিবুর রহমানসহ শত শত মানুষ সালিশের নামে আমার স্বামী ও ছেলেকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেন। যত অপরাধই করে থাকুন দেশে আইন আছে, আইনের মাধ্যমে বিচার হতো। বাবা ছেলেকে কেন নির্মমভাবে হত্যা করল।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, শতাধিক মানুষের উপস্থিতিতে বাবা ছেলের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসেছিল, তারা সালিশে উপস্থিত না হওয়ায় সালিশ থেকে গিয়ে হত্যাকাণ্ড ঘটায়। নিহত গফুরের বিরুদ্ধে মারামারির ঘটনায় ৩২৬ ধারায় ২টি মামলাসহ ৩টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ