শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

সিন্ডিকেট সভায় কুয়েট ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়। সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় কুয়েট শিক্ষার্থীদের ইন্ধনসহ নানাভাবে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার পরপরই গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনার পর নানা দাবি নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এরপর বিগত সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন এবং কুয়েট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ