কিশোরগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা চাপায় উর্মি শিখা নামের ২০ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অটো রিক্সায় থাকা আরও দুই যাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জেলা শহর চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় মুদি দোকানদার লিয়াকত আলী জানান, উর্মি শিখা প্রতিদিন বনানী মোড়ে একটি বাসায় দর্জির কাজ শিখতে যায়। প্রতিদিনের মতো আজ সকালে হেঁটে যাওয়ার সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অটোরিকশায় থাকায় দুইজন যাত্রী আহত হন।