কুষ্টিয়ায় পাটিকাবাড়ি ইউনিয়নের নওদাপাড়া মোড়ে ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলী নামের ৭৩ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি একজন মুয়াজ্জিন ছিলেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খেজুরতলা খাপারা জামে মসজিদ মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, ফজরের নামাজ শেষ করে সড়ক পার হচ্ছিলেন মোহাম্মদ আলি। এ সময় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে দ্রুতগামী একটি ড্রাম ট্রাক এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।