৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় কম্পন অনুভূত হয়। রাজ্যের জুলিয়ান শহরের পাহাড়ি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়। তবে, ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মূলত, ভূমিকম্পের আগেই বাসিন্দারে সতর্কবার্তা দিয়েছিলো মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তাই অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়। এই ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাসের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।