গাজীপুরের চৌরাস্তা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্বামী স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। পরে তাদেরকে ঢাকার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর চৌরাস্তা ডেগের চালা হারিকেন এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, স্থানীয় গার্মেন্টস কর্মী হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) ও ছেলে মইনুল ইসলাম (১২)।হারিস মিয়ার মেয়ের জামাই আসিফ জানান, দুইতলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন তার শ্বশুরের পরিবার। একটি রুমে শ্বশুর, শাশুড়ি ও তার শ্যালক থাকতেন। তারা দুজনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। সকালে সেই রুমে বিস্ফোরণ হয়। এতে রুমটির দরজা জানালা ধসে পড়ে। পরে আগুন ধরে যায় তাদের ৩ জনের শরীরে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, ওই রুমের পাশ দিয়ে তিতাস গ্যাসের লাইন রয়েছে। গ্যাসের পাইপটি মাটির ওপর দিয়ে যত্রতত্র ভাবে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই লাইন থেকে গ্যাস লিক হয়ে রুমের ভেতর জমে ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হারিসের শরীরের ৮৮, আয়েশার ৮০ ও মইনুলের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। ৩ জনকেই ভর্তি রাখা হয়েছে।