ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোঃ আলী নামের এক মুদি দোকানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার বাঁধপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলীর মুদি দোকান থেকে কিছুদিন আগে বাকিতে পণ্য নিয়েছিলেন একই গ্রামের আসাদুল ইসলাম। আজ সকালে ত্রিমোহণি বাজারে যাওয়ার পথে মোহাম্মদ আলী আসাদুলের কাছে পাওনা টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আসাদুল ও তার পরিবারের সদস্যরা মিলে মোহাম্মদ আলীর ওপর হামলা চালান। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।