পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি’র ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওয়াল কবির, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম খান, ঈশ্বরদী পৌর ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, লোকসেড গাউছিয়া মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন, ভাঁড়ইমারী বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল গাফফার সরদারের ছেলে জহুরুল ইসলাম এবং হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির।
পুলিশ জানান, ২০২৩ সালের ১৫ নভেম্বর ঈশ্বরদীতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের নাশকতার একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেই মামলায় আটককৃতরা আদালতে হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন তারা। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে আদালতের ভেতরেই মারধর করা হয়। পরবর্তীতে আইনজীবী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন। আদালতের শুনানি শেষে তাদের আটক করা হয়।