সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৩টা ৫১মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৮৯ ডলার সেন্ট বা ১.৩৭ শতাংশ বেড়ে হয়েছে ৬৫.৬৫ ডলার। অপরদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১.৪৮ শতাংশ বেড়ে ৬২.৪১ ডলার হয়েছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে অব্যাহতির ঘোষণা বাজারে ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। অনিক্স ক্যাপিটাল গ্রুপের বৈশ্বিক গবেষণা প্রধান হ্যারি চিলিঙ্গুরিয়ান বলেন, ‘এই সিদ্ধান্ত বাজারে আস্থার সঞ্চার করেছে, তবে নীতির অনিশ্চয়তা এখনো চাপ সৃষ্টি করছে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রশাসন চীন থেকে আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তি পণ্যের উপর আরোপিত শুল্ক থেকে অব্যাহতি দেয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে সেমিকন্ডাক্টরের উপর নতুন শুল্ক হার ঘোষণা করা হবে।