লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি বিষয়টি পুনর্বিবেচনা করার দাবিও জানায় দলটি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় এনসিপি।
বলা হয়, ভোজ্যতেল ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া কয়েকদিন ধরে বাজারে চালের দামেও বেশ অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। যা জনদুর্ভোগ তৈরি করছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিগত রমজান মাস থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও শাকসবজির দাম স্থিতিশীল থাকায় জনমনে স্বস্তি বিরাজ করেছে। কিন্তু হঠাৎ করে এমন মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও ত্বরান্বিত করবে।
এতে আরও বলা হয়, দেশের বৃহৎ জনগোষ্ঠী নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর। হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনে চাপ তৈরি করছে। শুধু ব্যবসায়ীদের দাবিতে নয়, বরং ভোক্তা সংগঠন, শ্রমজীবী নাগরিকের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে দাম নির্ধারণই সবচেয়ে গ্রহণযোগ্য ও ন্যায্য হবে। তাই জনস্বার্থে সরকারকে চাল, ভোজ্যতেলসহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণে ভোক্তাদের অভিমত ও অধিকার সংশ্লিষ্ট বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানাচ্ছে এনসিপি। পাশাপাশি হঠাৎ মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করে চাল ও সয়াবিন তেলের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিও জানানো হয়।