বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতে ডিজিটাল রূপান্তর এবং গৃহঋণ সুবিধাবিস্তারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। বুধবার মাইক্রোক্রেটিক রেগুলেটরি অথরিটি নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন লক্ষ মার্কিন ডলারের প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন।
প্রকল্পটির মূল লক্ষ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের ঋণ কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্প ও মধ্যমেয়াদি গৃহঋণ প্রদান নিশ্চিত করা। আইএফসি প্রতিনিধি মেহদি চারকই বলেন, এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে, বিশেষত প্রান্তিক পর্যায়ের নারী উদ্যোক্তাদের জন্য।
২০২৩ সালে এমআরএ ও আইএফসি পরিচালিত এক যৌথ গবেষণার সুপারিশের ভিত্তিতেই এই প্রকল্পের রূপরেখা তৈরি করা হয়েছে।