গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার কোভিরকে বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন। আদালতে সারওয়ার কোভির আইনজীবীদের মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে তা আজ নাবঞ্জুর করেন বিচারক।
তার আইনজীবী এ্যাডভোকেট নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবির। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।
এর আগে, কড়া নিরাপত্তায় দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেয়া হয় সাবেক এই সংসদ সদস্যকে। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত মার্চ থেকে দিনাজপুরে নিজ ভগ্নিপতির বাড়িতে সারোয়ার কবির আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সবশেষ জাতীয় নির্বাচনে শাহ সারোয়ার কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।