শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

চাঁদাবাজি বন্ধের দাবিতে আখাউড়া আগরতলা সড়ক অবরোধ করেছে জনতা

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চাঁদাবাজি বন্ধের দাবিতে সিএনজি ও অটোরিকশা চালকরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে পৌরশহরের আখাউড়া-আগরতলা বাইপাস সংলগ্ন চৌরাস্তা মোড়ে চালকরা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় আখাউড়া-আগরতলার সড়ক অবরোধ করা হয়। এতে স্থলবন্দরগামী পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

চালকদের অভিযোগ, প্রতিদিন আখাউড়া পৌরসভার ইজারাদার নামে জোরপূর্বক ২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিসহ জোর করে টাকা কেড়ে নেয়া হয়। আর প্রতিবাদ করলে শিকার হতে হয় মারধর ও হয়রানির।

আলাউদ্দিন, সবুজ ও মমিনুলসহ একাধিক চালক জানান, আমরা গরিব মানুষ, পেটের দায়ে সড়কে গাড়ি চালাই। বাইপাস স্ট্যান্ডে প্রায় ২শ’ গাড়ি আছে। প্রতি গাড়ি থেকে দৈনিক ২০ টাকা চাঁদা নেয়া হয়।

এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা নতুন বাংলাদেশ। ছাত্র-জনতা সবাই মিলে আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছি। তাই স্বাধীন দেশে কোনও ধরনের চাঁদাবাজি চলবে না। আমরা কাউকে চাঁদা দিবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ