টাঙ্গাইলের ভুয়াপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে রাকিব নামের ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ভুয়াপুর রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব কালিহাতি উপজেলার সিঙ্গুরিয়া সোনাকান্দর গ্রামের তৈয়ব আলী ফকির ছেলে। তবে কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
ভূঞাপুর স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বিকেল পৌনে ৫ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর রেলস্টেশনে পৌঁছলে রাকিব নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও জিআরপি পুলিশকে অগত করা হয়েছে।