মির্জা ফখরুল ছাড়া দলটির প্রতিনিধি দলে রয়েছেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে বৈঠকের আলোচ্যসূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকটিতে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন। দলটির স্থায়ী কমিটির সদস্যদের এই বৈঠকে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে বিএনপি নেতারা মনে করেন, শেখ হাসিনার পতনের পর খুলে গেছে সংস্কারের পথ। কিন্তু এই সংস্কারের কথা বলে ড. ইউনূসকে ভুলপথে নেয়ার চেষ্টা করছে কোনো কোনো দল। যাদের জনসমর্থন দুর্বল। খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশলে যেতে চায় বিএনপি।