সাতক্ষীরা সদর ল্যাবসা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে তারা। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, টিস্যু, জর্জেট থান কাপড়, পোস্তদানা, পাউডার ও সিরামিক পাউডার।
বিজিবি জানায়, সাতক্ষীরা থেকে অবৈধ ভারতীয় পণ্য ঢাকায় আসছে এমন খবরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে থেকে অভিযান চালানো হয়। এ সময় লাবসা বাইপাস এলাকায় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশী করে দুই হাজার ২৬১ পিস ভারতীয় শাড়ী, টিস্যু জর্জেট থান কাপড়, পোস্তদানা, জিপসাম পাউডার, সিরামিক পাউডারসহ প্রায় ৯ কোটি টাকার মূল্যের মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল এবং ট্রাকটি কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।