শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

সিলেটে পারিবারিক কলহে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সিলেট সদর উপজেলায় ঝগড়ার সময় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেছে বড় ভাইয়ের। বুধবার বিকালে সিলেট এয়ারপোর্ট থানা দিন সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ মুজিবুর রহমান হুসাইন গ্রামের মৃত মনোমিয়ার ছেলে তার ছোট ভাইয়ের নাম মহিবুর রহমান।

পুলিশ জানায়, মুজিবুর রহমানের সাথে তার আপন ছোট ভাই মুহিবুর রহমানসহ আত্মীয়-স্বজনদের ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে মুজিবুর ও মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন মুখ দিয়ে ফেনা বের হয় যায়। অনেকেই এসময় হার্ট অ্যাটাক হয়েছে মনে করে মুজিবুরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ