দীর্ঘ চার মাস চিকিৎসা শেষের স্বস্তি নিয়ে দেশে ফেরায় পড়ে পারিবারিক মানুষদের সাথে বেশ ভালো সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেশ কিছুদিন পরে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গুলশানের ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যান তিনি।
শনিবার রাত নয়টার দিকে গুলশানের ফিরোজা বাসভবন থেকে ভাইয়ের বাসায় উদ্দেশ্যে একটি গাড়িতে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় গাড়ি দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধু ডাক্তার জোবাইদা রহমান ও শামিলা রহমান। তাকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার।
দীর্ঘদিন পর বেগম জিয়া পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। তিনি ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দারের বাসায় উঠেছিলেন। বহু বছর পর আবার সেখানে গেলেন। গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপার্সন। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন।
চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পারমর্শ অনুয়ায়ী তার চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।