ভারতের ছত্তিশগড়ে রাজ্যের রায়পুরে একটি ট্রেলার ট্রাক ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন নারী ও ৪ জন শিশু ছিল। এতে আহত হয়েছে আরো ১১ জন। রবিবার গভীর রাতে রায়পুর বালদাবাজার সড়কে সারাগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
চাতৌদ গ্রামের একটি পরিবার বানসারি গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় খারোরা থানা এলাকার সারাগাঁওয়ে পৌঁছালে তাদের যাত্রীবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কার্গোবাহী ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। গুরুতর আহতদের প্রথমে খারোরা কমিউনিটি হেলথ সেন্টারে এবং পরে রায়পুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।