গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত র্যাব সদস্যের নাম আবু বক্কর সিদ্দিক (২৭)। তিনি গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাসা কুষ্টিয়া জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক কর্তব্যরত অবস্থায় রোববার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সাথে থাকা আরেক র্যাব সদস্যও আহত হন।
এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল জানান, র্যাব সদস্য আবু বক্কর সিদ্দিককে রোববার রাত ১০.৪৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।