খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের মামলায় মোবারক হোসেন নোমান নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৩মে রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোবারক হোসেন নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ রোগীকে দেখতে যান মোবারক হোসেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তাকে গ্রেফতার করে।
গত ২ মে আম পাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী নোমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারধর করে বলে অভিযোগ ওঠে। ওইদিন রাতেই নোমানের শাস্তির দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে ৩ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়।