চোখের জরুরী চিকিৎসা নিতে থাইল্যান্ডের ব্যাংকক গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সোমবার দিবাগত রাত তিনটার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ব্যাংকক যান তিনি।
সোমবার স্যার চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে যান মির্জা ফখরুল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। পরবর্তীতে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্ট করা হয়।
বিএনপি মহাসচিবের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।