ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তির কয়েক দিনে পরেই আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের আদমপুর এয়ারবেস পরিদর্শন করেন। সেখানে সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। এই বিমান ঘাঁটিটি গত নয় ও দশই মে স্থানীয় সময় রাতে পাকিস্তানের বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
মূলত, সেনাদের মনোবল বৃদ্ধির জন্য এ সফরে যান মোদি। যুদ্ধবিরতির পর সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে সেনাদের সঙ্গে সরাসরি আলোচনা করেন তিনি। এছাড়াও পাকিস্তানি হামলার পর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি ও প্রতিরক্ষা প্রস্তুতি মূল্যায়ন করেন তিনি। অন্যদিকে, ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যে সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি।