গেল ১০ই মে রাতে কয়েকজন কিশোর গ্যাসের সদস্যরা ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় আহত হয় রায়হান শেখ সহ তার ভাগিনা শাকিল মাতুব্বর। আজ ১৩ই মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় সেই আহত হওয়া রায়হান শেখ।
এদিকে, ইয়াসিন হত্যার ঘটনায় গতকাল সোমবার ১২ মে দিবাগত রাতে রাজশাহী থেকে হত্যা মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত ইসমাইলকে ভাঙ্গা থানায় হস্তান্তর করে র্যাব। ভাঙ্গা থানার ওসি মো আশরাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।