গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বাড়িতে টিনের ঘরের চাল মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ৯ নং কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পশ্চিম কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া ২৫ তার চাচা আফজাল হোসেন ৬০ ও প্রতিবেশি একরাম আলীর ছেলে মোশারফ হোসেন ২৪।
পুলিশ জানায়, দুপুরে মিলনের বাড়িতে ঘর মেরামত ও চালের উপর বাঁশ কাটার কাজ করছিলেন প্রতিবেশি মোশারফ ও চাচা আফজাল। একপর্যায়ে মিলন টিনের চালে উঠলে হঠাৎ করে পাশে থাকা বিদ্যুতের মিটার থেকে টানা লাইনে পৃষ্ট হয়। এসময় তাকে বাঁচাতে গেলে বিদ্যুপৃষ্ট হয় মোশারফ ও আফজাল। পরে দ্রুত গুরুত্বর অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।