মুন্সিগঞ্জ সদর উপজেলার হামিদপুর গ্রামে গরুর খামারে ডাকাতির ঘটনায় ঢাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে উন্নতজাতের তিনটি গরুও উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। গ্রেফতার কৃতরা হলেন কুমিল্লার তুরাজডাঙ্গা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে লিটন আহমেদ বয়স ৩২ ও দাউদকান্দি এলাকার শাহজালাল বয়স৫২।
গত ৩ মে রাত সাড়ে তিনটার দিকে হামিদপুর এলাকায় আদর্শ গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় খামারে থাকা লোকজনকে জিম্মি করে গরু লুটে নেয় ডাকাত সদস্যরা। এ ঘটনায় খামার মালিক কালাচান মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। গ্রেফতার করা হয় লিটন ও শাহজালাল নামে দু’জনকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নারায়গঞ্জের সোনারগাঁও কলতাপাড়া ব্যাপারী ফার্ম থেকে লুণ্ঠিত ৩টি উন্নত জাতের গরু উদ্ধার করা হয়।