গত বছরের ২২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি আলমগীর বাদশা। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দিবাগত রাতে বগুড়া সদর থানার আকাশতারা মাষ্টারপাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।