ইসরায়েলের হামলায় ১১৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত ২১৬ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৩ হাজার ১১৯ জনে। এসব হামলায় আহত হয়েছেন এক লাখ ২০ হাজার ২১৪ জন। হতাহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।