পুলিশ জানায়, শনিবার দুপুর দুইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামের মাহবুব আলম টুটুলের সঙ্গে তার স্ত্রী রত্না খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টুটুল রাগান্বিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর রত্না খাতুনকে কুপিয়ে আহত করেন। পরে টুটুল নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকেই নেয়া হয় কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে। হাসপাতালে কর্তব্য চিকিৎসক রত্না খাতুনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন টুটুল।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে সন্তান রয়েছে। মাঝে মধ্যেই স্বামী টুটুল স্ত্রীকে সন্দেহ করতো। তারই জের ধরে টুটুল তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।