কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলার চরাঞ্চলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বাদামসহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে স্থানীয় কৃষকদের। কেউ পানি ওঠার আগেই অপরিপক্ক বাদাম তুলতে গিয়ে আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শনিবার থেকে হঠাৎ বৃষ্টি বেড়ে যাওয়ায় উজান থেকে ঢলে আসা পানি বাড়তে থাকে। এরই জের ধরে বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়ে যায়। একই অবস্থা দেখা যায় উলিপুর উপজেলায় দলদলিয়া গ্রামে।
চলতি মৌসুমে তিস্তার চরে ১৭৫ হেক্টর জমিতে চিনাবাদাম, ২০ হেক্টর জমিতে পাট, তিন হেক্টর মরিচ এবং পাঁচ হেক্টর জমিতে শাক-সবজি চাষ হয়েছিল। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় এসব জমির বেশিরভাগই ডুবে যায়। বিশেষ করে বাদাম ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।