রাজশাহী নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।তারা দুজনই খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, ফ্লাইওভার থেকে নেমে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি যে সংযোগ সড়ক সেখানে সড়ক বিভাজকের সঙ্গে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় দুই কিশোর। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা ৬ টার দিকে মেহেরচন্ডী ফ্লাইওভারে মোটরসাইকেল সর্বোচ্চ গতি সীমা নিয়ে এই কিশোরেরা দ্রুত গতিতে ফ্লাইওভার থেকে নামছিলো। সংযোগ সড়কে উঠেই নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে তারা। ধারণা করা হচ্ছে সেখানেই এই দুজনের মৃত্যু হয়েছে।