ঠাকুরগাঁও এর ২৯ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।