গাইবান্ধার সদর উপজেলায় পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান নামের এক দশ বছরের বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বাদিয়াখালি ইউনিয়নের ভিটা গ্রামে এই দুর্ঘটনা ঘটায়। বাচ্চাটি ওই এলাকার প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
প্রতিদিনের মতো মোস্তাফিজুর বাড়ির পাশের এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টির মধ্যে পা পিছলে স্কুল ব্যাগসহ পাশের একটি ডোবায় পড়ে যায় সে। যথাসময়ে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।