টাঙ্গাইলে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক মোটরসাইকেল চালক আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম মাহবুব বয়স ২৫।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, উত্তরবঙ্গগামী একটি মোটরসাইকেল ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় মোটরসাইকেলটি গতি কমালে পেছন থেকে একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এ সময় পেছনের আরেকটি ট্রাক এসে সামনের ট্রাককে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।