শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের জয় হাতছাড়া হলো বাংলাদেশ দলের। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ দিকে বোলিং ব্যর্থতায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ উইকেটে পরাজিত হলো টাইগাররা। ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১–১-এ সমতায় ফিরেছে সংযুক্ত আরব আমিরাত।
শারজায় দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। মাত্র ২৫ বলে ফিফটি তুলে তানজিদ তামিম ফেরেন ব্যক্তিগত ৫৯ রানে। দলীয় ৯০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪০ রান করে আউট হন লিটন দাস। এরপর তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ আর জাকের আলীর ৬ বলে ১৮ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
কিন্তু বোলারদের ব্যর্থতায় প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখতে ব্যর্থ হয়। যার ফলে শেষ পর্যন্ত ২ উইকেটে হার স্বীকার করতে হয়।
১০ ওভার শেষে তাদের স্কোরবোর্ডে ১০৭ রান। ২৫ বলে ফিফটি তোলেন ওয়াসিম। ১১তম ওভারের প্রথম বলে ৩৮ করে আউট হন জোয়াইব, ২ রান করে ফেরেন রাহুল চোপড়া। আসিফ খানকে নিয়ে এরপর ওয়াসিম গড়েন ৪১ রানের জুটি। ৪২ বলে ৮২ রানে ওয়াসিম আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। যদিও আরব আমিরাত ব্যাটারদের কিছু ছোট কিন্তু কার্যকরী ইনিংসে জয় পায় তারা।