পাবনার আটঘরিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে রাতুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত এক নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার বিকেল পাঁচটার দিকে দেবতোর সড়কের ত্রিমোহন নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাতুল বিকেলে পাবনা থেকে তার চাচাতো বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে একদন্ত এলাকায় যাচ্ছিল। পথে ত্রিমোহন নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা রাতুলকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ও তার চাচাতো বোনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।