ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর শেখ নীরব নামের ১৮ বছর বয়সী এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর বায়তুল আমান আতপ্বর মোল্লার ডাঙ্গির হায়দার ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিরব ওই গ্রামের রেজাউল শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ২৬ মে দুপুরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় নিরব। পরবর্তীতে সে বাড়ি ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল কল দেয়া হয়। মোবাইল বন্ধ পেয়ে পরিবার অনেক খোঁজাখুজি করে ২৭ মে মঙ্গলবার কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করে। সন্ধ্যায় স্থানীয়রা ওই ভিটায় মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।