চারদিনের সরকারি সফর শেষে আজ শনিবার সকালে দেশের উদ্দেশ্যে জাপান ত্যাগ করেছে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন তিনি স্থানীয় সময় ১১:২০ মিনিটে রওনা দেন। বাংলাদেশ সময় রাত ১১ টায় ঢাকায় পৌঁছার কথা হয়েছে তার। এর আগে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী ইসিবার সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে জানানো হয়, বৈঠকে ৬টি সমঝোতা স্মারক সই বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন জানানো হয়। জানানো হয়, রোহিঙ্গাদের টেকসই-নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান।