জর্ডান, মিশর আমিরাতের সাথে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করেছে ইসরায়েল। যা পশ্চিমতীরে বৈঠক বসার কথা ছিলো। এই সফর বাতিল করায় যথারীতি ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করে আরব দেশগুলো।রবিবার সংবাদমাধ্যম গুলোতে এ তথ্য জানানো হয়। আরব দেশগুলোর মন্ত্রীরা এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দা জানিয়েছেন।
এই সফরে আরব দেশের মন্ত্রীদের পরিকল্পনা ছিল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতের। তুরস্ক এই বৈঠকে অংশ নেবে বলে আশা করা হয়েছিল। ইজরায়েল যেহেতু পশ্চিম তীরে সীমান্ত নিয়ন্ত্রণ করে তাই সেখানে প্রবেশের জন্য প্রয়োজন তেল আবিবের অনুমোদন। সেই অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই সিদ্ধান্ত আরব বিশ্ব ও পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে যখন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে বৈশ্বিক আলোচনা চলছে।