যুক্তরাষ্ট্রের সাথে দফায় দফায় চলছে পরমাণু আলোচনা। কিন্তু এর মাঝেই ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে ফাঁস হলো বিস্ফোরক তথ্য। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুদের দ্বারপ্রান্তে তেহরান। বার্তাসংস্থা জানায়, জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা-আইএইএ’র গোপন এক প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য।
বলা হয়েছে, মে মাসের ১৭ তারিখ পর্যন্ত ৪০৮ কেজির বেশি ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করেছে ইরান। যা গেলো ফেব্রুয়ারির চেয়ে ১৩৩ কেজি বেশি। একই সাথে ইরানের টারকুজাবাদ, ভারামিন, মারিভান নামক স্থানে গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছে আণবিক শক্তি সংস্থা। এসব তথ্যকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির আলামত হিসেবে দেখছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি। বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান।