দিনাজপুরের হিলিতে বজ্রপাতে তাসলিমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া, বজ্রাঘাতে আবু রাহাত নামের আরও এক যুবক আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে হিলির খাটিয়াচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তাসলিমা বেগম ওই এলাকার মৃত শহিদুল ইসলামের স্ত্রী। আর আহত আবু রাহাত ওই এলাকার আবুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় মেঘের গর্জন ও বজ্রপাত। এ সময় মাঠে ঘাস খাওয়া গরু আনতে গেলে তাসলিমা বেগম বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ।
অন্যদিকে, ধানের জমিতে অবস্থানরত আবু রাহাত আকাশের অবস্থা দেখে পাশের একটি ডিপটিউবওয়েলের ঘরে আশ্রয় নেন। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে আতঙ্কে অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।