গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এস এম সৌরভ নামের এক সৈনিক আত্মহত্যা করেছেন। রোববার ভোর ৫টার দিকে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহত সৌরভ রাজেন্দ্রপুর সেনানিবাসের সেন্ট্রাল ওয়ার্কশপে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলায়।
সেনাবাহিনী জানায়, ল্যান্স কর্পোরেল ইয়াসির আরাফাতের মোবাইলে থাকা ১৪০০০ টাকা নিজের মোবাইলে ট্রান্সফার করেন সৌরভ। পরে মোবাইলটি রাখতে গেলে ইয়াসির আরাফাত সৌরভকে ধরে ফেলেন। এরপর তাকে নজরবন্দী হিসেবে রাখা হয়। রোববার সকালে ওয়াশরুমে যাওয়ার কথা বললে, প্রহরী তাকে গার্ড দিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সৈনিককে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পায়নি প্রহরী। পরে দরজা ভেঙেও ভেতরে তাকে পাওয়া যায়নি। এ সময় প্রহরী টয়লেটের ভিতর সাইড জানালা খোলা দেখতে পান। একপর্যায়ে জানালা দিয়ে তাকিয়ে ভবনের কনস্ট্রাকশনের বাঁশের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় সৌরভকে দেখতে পান।