কিশোরগঞ্জে নিখোঁজের তিন ঘন্টা পর পাশের বাড়ির নির্মাণাধীন বেসমেন্ট জমে থাকা পানি থেকে পাঁচ বছর বয়সী দুই মামাতো ফুফাতো ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।\
নিহতদের স্বজনরা জানায়, মাহাদুল ইসলাম মাহদী গত শুক্রবার তার মায়ের সঙ্গে কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। বিকালে মামা মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলামের সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলায় মেতে ওঠে। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে ভাসমান অবস্থায় মাহাদুল ইসলাম মাহদী ও ওবায়দুল ইসলামকে উদ্ধার করে। পরে দ্রুত তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।