নাটোরের লালপুরে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এক জেলে নিখোঁজ হয়েছে। তার নাম জহিরুল ইসলাম বয়স ৪৫। রবিবার সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার হযরত আলী ছেলে।
আট-নয়জন জেলে একটি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে তারা বাড়ি ফেরার সময় হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ের কবলে পড়ে মাঝনদীতে নৌকাটি উল্টে যায়। এতে অন্যান্য জেলেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জহুরুল ইসলাম নিখোঁজ হন।