রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো দুলাভাইয়ের হাতে খুন হয়েছেন শ্যালক ইয়াসিন। রোববার রাতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামীর যাত্রাবাড়ীর কাজলার স্বপ্ন মার্কেটে মায়ের দোয়া নামের একটি হোটেল রয়েছে। রাতে খালাতো দুলাভাই আলামিনের কাছে তার স্বামী পাওনা দশ হাজার টাকা চায়। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো দুলাভাই আলামিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার স্বামী গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।