রাজধানী তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দফায় দফায় ইরান। রাতভর চালানো এ হামলায় কেঁপে উঠেছে ইজরাইলি ভূখন্ড। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাই ফাই। ইরানি মিসাইল হামলায় আগুন ধরে যায় একটি জ্বালানি কেন্দ্রে। এতে নিহত হয় অন্তত তিন ইসরাইলি আহত অন্তত ১৫ জন। শনিবার দিবাগত রাতে রীতিমতো বিদ্যুৎ গতিতে ইজরাইলি ভূখণ্ডে আঘাত হানে একের পর এক ইরানি মিসাইল।
এদিন রাতের হামলার মূল লক্ষ্য ছিলো ইসরায়েলের বিভিন্ন জ্বালানিকেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা। ইরানের দাবি, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র। ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বেশিরভাগ অংশই। এর পাশের আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে ৩ ইসরায়েলির।
ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলো ইরান। কিন্তু তারপরও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।