গাইবান্ধা সুন্দরগঞ্জ এলাকায় জনতা বেগম নামের ৩৫ বছর বয়সী এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে নিহতের বড় ভাই। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি।
গত মঙ্গলবার সকাল ৯টার দিকে স্বামী লতিফ মিয়া তাবিজ বের করার নামে একটি পরিকল্পিত নাটক সাজান। এতে জনতা বেগম বাধা দিলে লতিফ তাকে কিলঘুষি মারেন। ভয়ে তিনি ঘরের মাচার নিচে লুকিয়ে পড়লে সেখান থেকে তাকে টেনে বের করে হাত-পা বেঁধে ফেলেন স্বামী ও তার সহযোগীরা। এরপর দা দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই জনতা বেগম গুরুতর জখম হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় একটি ভ্যানে করে স্থানীয় সীচা বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে মরদেহ কছিম বাজার এলাকার কাঠের ব্রিজের পাশে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।